সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা: বাদ পড়লেন ১৪, যুক্ত হলেন ৪৮, পুলিশ সুপারের তালিকায় স্থান পায়নি যারা

গত ৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা প্রকাশ করেছেন পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি।

এই তালিকায় স্থান পাননি সাতক্ষীরা প্রেসক্লাবের সবচেয়ে প্রবীন সদস্য, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার সাংবাদিকতার ‘গুরু’ নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি (যিনি ১৯৭৩ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত), সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল বারি, বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, নিউজ এজেন্সি ‘বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র শেখ তানজির আহমেদ, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, চ্যানেল নাইন’র কৃষ্ণমোহন ব্যানার্জী, দৈনিক বর্তমানের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক গণজাগরণের সাতক্ষীরা প্রতিনিধি শেখ বেলাল হোসেন, দৈনিক প্রবাহের খায়রুল বদিউজ্জামান, দৈনিক সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট’র এসএম শহীদুল ইসলাম, ইংরেজি দৈনিক নিউ নেশন’র এবিএম মোস্তাফিজুর রহমান ও দৈনিক সাতনদীর’র জগন্নাথ রায়।

অপরদিকে, পুলিশ সুপারের খসড়া তালিকায় নতুন স্থান পেয়েছে ৪৮ জনের নাম। তারা হলেন-দৈনিক আজকের সাতক্ষীরা’র জান্নাতুল ফেরদৌস, জাহাঙ্গীর আলম কবির ও মাসুদুর জামান সুমন, দ্য বাংলাদেশ টু ডে’র মতিয়ার রহমান মধু, সময়ের আলো’র কাজী শহিদুল হক রাজু, দৈনিক বর্তমান দিনের আব্দুল হাকিম, দৈনিক কাফেলার রফিকুল ইসলাম রফিক, ঈদুজ্জামান ইদ্রিস ও এটিএম রফিক উজ্জ্বল, দৈনিক বর্তমান কথা’র জিএম মোশাররফ হোসেন, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, দৈনিক নব চেতনার হাসান গফুর, দ্যা ডেইলি সানের শেখ আমিনুর রশিদ সুজন, দৈনিক গ্রামের কাগজের এসএম রেজাউল ইসলাম, দৈনিক সুপ্রভাতের মাহফিজুল ইসলাম আক্কাস, একেএম আনিসুর রহমান ও মাজহারুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের আমিরুল ইসলাম, ভোরের সময় এর জাহিদুর রহমান পলাশ, দৈনিক চিত্রের শেখ কামরুল ইসলাম, দৈনিক তরুণ কণ্ঠের এসএম আবুল কালাম আজাদ, দৈনিক সোনালী খবরের আবুল কালাম আজাদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের মোতাহার নেওয়াজ মিনাল, কালান্তরের বোরহানউদ্দীন, আমার সংবাদের বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মুক্ত খবরের মনিরুজ্জামান, সবুজ নিশানের মীর মোস্তফা আলী, গণকণ্ঠ’র শাহ আলম, সংযোগ বাংলা’র আবু সাইদ, কালবেলা’র আলী মুক্তাদা হৃদয়, সংযোগ প্রতিদিনের কামাল উদ্দীন সরদার, যায়যায় দিনের ডিএম কামরুল ইসলাম, দৈনিক সাতনদীর আইয়ুব হোসেন রানা ও রেজাউল করিম, আমার বাংলাদেশের মীর আবু বকর, আজকের বসুন্ধারা সাবিনা ইয়াসমীন পলি, সাপ্তাহিক ইচ্ছে নদীর মকসুমুল হাকিম, দৈনিক দেশের কন্ঠ’র শহিদুল ইসলাম শহিদ, খুলনা টাইমস এর মেহেদী আলী সুজয়, বর্তমান সময়ের হাফিজুর রহমান মাসুম, মাই টিভির ফয়জুল হক বাবু, ঢাকা টাইমস এর মো: বেলাল হোসাইন, জয়যাত্রা টিভির আব্দুল মতিন, গণমুক্তি’র শেখ হাবিবুর রহমান হবি, প্রতিদিনের কথার মাসুদ আলী, দৈনিক বর্তমানের জাহিদ হাসান, দৈনিক নওয়াপাড়া’র মো: হাফিজুর রহমান, দৈনিক ভোরের পাতার এসএম মহিদার রহমান।

এদের মধ্যে খুলনা টাইমস’র মেহেদী আলী সুজয়, বর্তমান সময়ের হাফিজুর রহমান মাসুম, মাই টিভির ফয়জুল হক বাবু ও ঢাকা টাইমস’র মো: বেলাল হোসাইনসহ কয়েকজন সাতক্ষীরা প্রেসক্লাবে কোন আবেদন ছাড়াই পুলিশ সুপারের খসড়া তালিকায় স্থান পেয়েছে বলে জানা গেছে।

 

এছাড়া   তালিকায় স্থান পায়নি  দৈনিক সংগ্রামের আবু সাইদ বিশ্বাস,লাখো কন্ঠের ফিরোজ হোসেন,আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমানসহ ৪০জন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।