আব্দুল্লাহ,( শার্শা) যশোর,প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকা থেকে পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন, বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩, একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে মাদকের চোরাচালান হচ্ছে। পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ধাওয়া করে ৫ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে। অনান্য আইনী প্রক্রিয়া শেষে যশোর আদালতে পাঠানো হবে।