শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে সাতক্ষীরা পৌরসভার মেয়ার নির্বাচনে জামায়াত মনোনিত জগ প্রতীকের প্রার্থী শেখ নুরুল হুদা। নিজেকে একজন সৎজন ও ইসলামী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরছেন ভোটারদের কাছে। তিনি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। জলাবদ্ধাতাসহ পৌরসভার নাগরীক সুবিধা নিশ্চিত করবেন সকলকে সাথে নিয়ে এমন আশ্বাস দিচেছন ভোটেরদের মাঝে। মঙ্গলবার দিনভর তিনি শহরের নিউমার্কেট,কামাল নগর,পলাপোল বাগানবাড়ি, কুকরালি, গড়েরকান্দা এলাকায় গণসংযোগ করেন। এশার নামাজের পর শহরের চায়না বাংলা মসজীদে মুসুল্লিদের কাছে দোয়া চান। এসময় তার সাথে তার দলীয় কর্মসমর্থকরা উপুস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি
Check Also
ছাত্রশিবির কর্মী হাসানুর রহমানের ইন্তিকালে সাতক্ষীরা সদর জামায়াতের গভীর শোক প্রকাশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্রশিবিরের কর্মী হাসানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী …