বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো. আল-আমিন(বেনাপোল)যশোর,প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্ক ইন যশোর মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুুুুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় ব্র্যাকের আয়োজনে বেনাপোল পৌরসভার কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।

সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে সাহাবুদ্দিন মন্টু ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তের আইন শৃংখলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। এবং ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্তের মানুষকে সহযোগিতা করতে হবে।আজ এক শ্রেনীর দালালরা চাকুরী সহ বিভিন্ন ভাল কাজের প্রলোভন দেখিয়ে শিশু সহ নারীদের পাচার করছে। এটা আমাদের জন্য কলংকের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহিৃত করে আইনের কাঠ গড়ায় নিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর যশোর জেলা সিনিয়র ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাহানারা বেগম, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ এর আহবায়ক সুকুমার দেবনাথ. কাউন্সিলার মিজানুর রহমান, আঃ জব্বার, জুলেখা বেগম, কামরুন্নাহার আন্না, সাংবাদিকসহ অনেকেই।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।