ঘটনাকে প্রতারণা আখ্যা দিয়ে আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন। আর জেলা প্রশাসক বলছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
১২ ফেব্রুয়ারী সাতক্ষীরা সদরের বালিথা গ্রামে একটি ওয়াজ মাহফিলের ঘটনা। মূল বক্তা হিসেবে প্রচার করা হয়েছিল একজনের কথা, কিন্তু দেখা গেল বক্তব্য রাখছেন অন্য ব্যক্তি। এ নিয়ে ঘটনার সুত্রাপাত।
সাতক্ষীরা ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান জানান, কোরান তেলোয়াত না করে, কোন আয়াত পাঠ না করে ওয়াজ করা শুরু করলো তখন বুঝতে পারলাম যে উনাকেতো কোন বক্তা বলে মনে হচ্ছে না।
পরিবর্তিত বক্তাকে নকল আখ্যা দিয়ে গণপিটুনি দিয়ে বেরও করে দেয়া হয় মাহফিল থেকে।
মাহফিলের আয়োজক নারী কবিরাজ সালেহা খাতুন বেদুন। তিনি আবুল ফারহা সিদ্দিকীয়া হাফিজিয়া এতিম খানা ও ফুরফুরা দাওয়া খানার প্রতিষ্ঠাতা। তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ।
তবে ইসলামী জলসার আয়োজক নারী সালেহা খাতুন বেদুন বলছেন ভিন্ন কথা।
তিনি বলেন, আমি যখন বক্তাদের দাওয়াত দেই তখন তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমার একজন শুভাকাঙ্খি আছে তাকে স্টেজে আনা সম্ভব কিনা! তাকে অথিতি বানানো সম্ভব কি না! তখন কোন বক্তার দ্বিমত ছিল না।
প্রতিষ্ঠানটিতে অল্পকিছু ছাত্র হাফিজি পড়ে বলে জানালেন প্রতিষ্ঠানের সভাপতি এই আওয়ামী লীগ নেতা। তবে এখন আর সভাপতির দায়িত্বে থাকবেন না বলে জানান তিনি।
ঘটনা খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানালেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
তিনি জানান, জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করবো। যারা এটি দেখবে যে প্রকৃত অর্থে এই কাজটি কেন হলো? কিভাবে হলো? এবং এর পিছনে আসলে কারণ কি?
ইসলামী জলসার নামে আর যেন এমন প্রতারণা না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসী।
ঘটনার সম্পূণ ভিডিও দেখতে ক্লিক করুন