আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি
” মাস্ক পরার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ জনসচেতনতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ বিভিন্ন এলাকায় জন সাধারনের মাঝে
মাষ্ক,লিফলেট এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছেন।
রবিবার(২১ মার্চ) সকাল থেকে শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় এ কর্মসুচি পালন করেন শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শার্শায় থানা পুলিশের এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল,বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফার উদ্দীন প্রমুখ।
অপরদিকে বাগআঁচড়ায় আলাদা এক জনসচেতনতা অনুষ্টানে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম।
এদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন,বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু প্রমুখ।