নিজস্ব প্রতিনিধি ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহিদদের শাহাদাতের সর্বোচ্চ মর্জাদা কামনা করে দোয়া করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকরা অংশ নেন। পরে অক্ষক্ষ মো: রুরুল আমিন বলৈন,
ঐতিহাসিক ২৫শে মার্চ মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’ ও জাতীয় ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার অসংখ্য মানুষ। দেশের জন্য তাদের অবদান চীর অম্লান হয়ে থাকবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …