আর কত দিন / বিলাল মাহিনী

শাবল দিয়ে সিঁদ কেটে
তোমায় ফিরিয়ে আনবে কেউ
দরজায় খিল দিয়েও তোমায় আটকে রাখতে পারবে না ওরা

বৃহৎ স্বার্থে ভালোবাসার টানে পরস্পর ঐক্য প্রক্রিয়া শুরু করবে
অভিমান অনুযোগ কাদামাটিতে পিষে ফেলবে
ঘামের মিছিলে
মিলনের বীজ অঙ্কুরিত হবে বিজয় মাতা দৃশ্যমান হবে।

পেশীশক্তির বিপরীতে সাধকের ধীশক্তি কাগজ-স্কিনের লেখা গণসংগীত রণসংগীত প্রেরণা যোগাবে রক্তে
তরুণের প্রেম অসীমকে ছুঁতে পারে
হাজতখানার শত শিকল ভাঙতে পারে
নিত্য মরণ সইতে পারে
ওরাই দূর স্বপ্নদ্রষ্টা

নবীন দম্পতির মেঘস্নাত স্নান
নতুন মেহমানের আগমনের বীজ বুনে
ওদিকে চাকুরিচ্যুত বেকার মিছিল দীর্ঘ হচ্ছে
দম্পতির ব্যবচ্ছেদ-বিচ্ছেদ বাড়ছে
নিদারুণ বিষবাষ্প
অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটছে ক্রমাগত

শিল্পী সংবাদকর্মী বাগ্মী চিত্রকর
দিন দিন অনাহারীর সঙ্গী হচ্ছে
বিবর্ণ মলিন অবয়ব আর কতদিন ধুকবে?

Check Also

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।