মীর আবু বকর \ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেও মোকাবেলায় সরকার কর্তৃক কঠোর লকডাউনের ৬ দিন অতিবাহিত হলে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় গত ১৪ এপ্রিল লকডাউন শুরু হয়েছে। লকডাউনের গ্যাড়াকলে পৃষ্ট মানব জীবন যাপন করছেন জেলার খেটে খাওয়া দিন মজুর শ্রমজীবী মানুষ। মাহে রমজানে দিন মজুর মানুষের দৈনন্দিন জীবন চালাতে রিতিমত হিমশীম খেতে হচ্ছে। শুধু জেলার শহরের বসবাসকারী দুস্থ অসহায় পরিবার নয় জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জীবন নির্বাহের গতি যেন থমকে গেছে। করোনা ছোবলে বন্ধ রয়েছে শপিং মহল, দোকান পাঠ, ফলে মানুষকে ঘর বন্দিজীবন থাকতে হচ্ছে। বাস্তবতা কিন্তু অন্য রকমের সাধারণ মানুষের এ মুহুর্তে কোন কর্মসংস্থান নেই, সকল ব্যবসায়ী দূরবস্থার সম্মুখীন হতে যাচ্ছে। গত কয়দিন লকডাউন জেলা থেকে ছেড়ে যায়নি কোন দুর পালার বাস, বাস চালক শ্রমিকদের কষ্টের খবর কেউ রাখে না। কোন রকমে ইজিবাইক ভ্যান শহরে চলাচল করছে। লকডাউনে মানুষ ঘর থেকে বাহির হচ্ছে নিজের প্রয়োজনে বাহিরে আসছে। জেলা প্রশাসন ও পুলিশ মাঠে থেকে জনগনকে সতর্ক করতে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু কে শোনে কার কথা মানুষ নানান অজুহাতে চলে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তরে। একাধিক ভ্যান চালক ইজিবাইক চালকের সাথে কথা বলে জানাগেছে আমাদের ঘরে খাবার নেই সংসার চলবে কেমনে তাই জীবন বাঁচাতে করোনা উপেক্ষা করে বাহিরে এসেছি। তবে রিতিমত পুলিশ হয়রানী হচ্ছে। গতকাল দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড, নিউমার্কেট, নারকেলতলা সহ বিভিন্ন এলাকা চলাচলে রত সাধারণ মানুষের গতিরোধ করে আইন শৃংখলা বাহিনী এসময় বাহিরে আসার কারন জানতে চাইলে তারা নানা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু পুলিশের পক্ষে কিছু কিছু ইজিবাইক ও মটর ভ্যান রাস্তায় আটক করে রেখে কিছুক্ষন পরে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব মাস্ক না পরা সহ নানান অভিযোগ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সরকার কর্তৃক লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ লকডাউন কিভাবে পালন করবে সেটি দেখার বিষয়। এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতির চাকা দূর্বল হয়ে পড়বে ধনি গরিব সকল মানুষ ক্ষতির সম্মুখীন হতে হবে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …