প্রজন্ম // বিলাল মাহিনী

এরাই আমাদের আগামি প্রজন্ম
এদের হাতে অদ্ভুত কর্ম!
এদের হাতে তুলে দিব আমার সোনার বাংলা?
কী অদ্ভুত! পাঠের বই চুকে গেছে ফেসবইয়ে, খেলার মাঠ হাতের তালুতে, আহা কী বিরল দৃশ্য দেখছে আমার দেশ!

কোথায় আজ গুরুজন শিক্ষক অগ্রজের সম্মান?
কিভাবে অবলীলায় কাটছে সময় ওদের! নেই সময়-জ্ঞান।
সময়ের স্রোতে গা ভাসিয়ে মনুষ্যত্ব বিনীত বিবেক জ্ঞান বিবর্জিত একটা যন্ত্রমানব গড়ে তুলছি!

কখনো ডিজিটালের নামে, আধুনিকতার মোড়কে বা ধর্মহীন অসাম্প্রদায়িকতার চেতনায় যুবকের নীতিহীন বিচরণ,
কখনোবা ধর্মের অন্ধ আবরণ
ভুল ব্যাখ্যায় মানবিক বিয়ে! সময়ের পালাবদলে হারাম-হালালের হেরফের।
ধর্মের টুঁটি ধরে টানাটানি মুনি ঋষিদের। ধর্মের নামে খুন ঝরাতেও প্রস্তুত একদল দলকানা যুবক!

সকিনা-জরিনার প্রেমে হাবুডুবু খাওয়া নাইনে পড়া পোলাটাও ডিজিটাল পর্নে আসক্ত,
গোপন অভিসারে লিভটুগেদার,
সমাজ পরিবার বিরক্ত।

খুন ধর্ষন গুন্ডামি ভণ্ডামিতে ভরা দেশ
এভাবে হবে কি আমার দেশটা শেষ?

আর কতো? এভাবে একটা অশালীন সমাজ বাস্তবতা চোখের সামনে বিষবৃক্ষ হয়ে বেড়ে উঠতে দেয়া যায় কী??

 

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।