সব্যসাচী বিশ্বাস, (অভয়নগর ) যশোরঃ
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যার বিরুদ্ধে তারই পরিষদের আট জন মেম্বার পৃথক তিনটি লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার অভিযোগ তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বরাবর দাখিল করা হয়েছে। প্রথম অভিযোগ ২০২০-২১ অর্থ বছরের টিআর কাবিখা সংক্রান্ত, দ্বিতীয় অভিযোগ সংরক্ষিত আসনের তিন মহিলা মেম্বারের সাথে অসৌজন্যমূলক আচরণ সংক্রান্ত এবং তৃতীয় অভিযোগ একজন মেম্বারের স্বাক্ষর জাল করা সংক্রান্ত। শ্রীধরপুর ইউপি মেম্বার রেক্সনা বেগম, মুসলিমা বেগম, আনোয়ারা পারভীন, মনিরুল ইসলাম মনি, আজিজুর রহমান টিতু, সুলতান মোল্যা, জাহিদুল ইসলাম কল্লোল ও গোলাম মোস্তফা ফকির স্বাক্ষরিত প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে পরিষদ পরিচালনা করে আসছেন। ২০২০-২১ অর্থ বছরের টিআর কাবিখা ৩য় পর্যায়ে কোন মিটিং না করে স্বাক্ষরিত আট জন ইউপি সদস্যের স্বাক্ষর ও পূর্বের কমিটির সদস্যদের নাম বাদ দিয়ে নতুন কমিটি তৈরী করে প্রকল্প দাখিল করেছেন। দাখিলকৃত প্রকল্প স্থগিত রেখে তদন্তপূর্বক প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে অভিযোগপত্রে। দ্বিতীয় অভিযোগে সংরক্ষিত আসনের মেম্বার (মহিলা) মুসলিমা বেগম, রেক্সনা বেগম ও আনোয়ারা পারভীন উল্লেখ করেছেন, পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা তাদের ওয়ার্ডে কোন কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন না। বরং কাজ নিয়ে কথা বলতে গেলে তিনজন মহিলা মেম্বারের সাথে অশোভন আচরণ করেন। টিআর, কাবিখা, এলজিএসপি, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধিসহ কোন ভাতা বা প্রকল্প কার্যক্রমে তাদেরকে সহযোগিতা করেন না। এসব বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে বা জানতে চাইলে অশালীন কথাবার্তা সহ অশোভন আচরণ করে পরিষদ থেকে বের করে দেন। এছাড়া কোন প্রকল্প না দেওয়ার হুমকিও দেন। বিষয়গুলো সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন অভিযোগকারী তিন মহিলা মেম্বার। তৃতীয় অভিযোগকারী শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান টিতুর স্বাক্ষর জাল সংক্রান্ত। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা টিআর, কাবিখা প্রকল্পের ৩য় পর্যায়ের প্রকল্পের রেজুলেশনে তাঁর স্বাক্ষর জাল করে প্রকল্পগুলো জমা দিয়েছেন। উক্ত প্রকল্পের বিষয়ে আজিজুর রহমান টিতু কিছুই জানেন না বা চেয়ারম্যান তাকে কিছুই জানাননি। তিনি স্বাক্ষর জাল করার অপরাধে চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। তিনটি অভিযোগের ব্যাপারে শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। ২০১৭ সাল থেকে পরিষদের এই চক্রটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। লুটপাট করতে বাধা দেয়ায় তারা এমনি করছে। তাদের এহেন কর্মকান্ড ও মিথ্যা অভিযোগের কারণে ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সুবিধা বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।