সাতক্ষীরা জেলায় আজ শুক্রবার রাত ১২টা ০১ মিনিট থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে কিছু ব্যত্রিক্রম ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট, খাবারের দোকান ও হোটেল রেস্তোরা সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টার জন্য খোলা থাকবে।
গতরাতে এসব নির্দেশনা সম্বলিত এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনায় ২ নারী ও করোনা উপসর্গে ২জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে করোনায় মারা গেছেন সদরের মুকুন্দপুর গ্রামের আয়সা খাতুন ও শ্যামনগর উপজেলার রঘূনাথপুর গ্রামের শাহিনা খাতুন। ভোরে মৃতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। এছাড়া একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসাধীন কলারোয়ার ভাদিয়ালি গ্রামের দ্বীন ইসলাম ও কালিগঞ্জের কালিকাপুরের নুর নাহারের মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৯৩ জনকে পরীক্ষা করে ৫০ জনকে করোনরা পজিটিভ পাওয়া যায়।
বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় ৫২জন ও করোনা উপসর্গে ৭২জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জেলার অন্যান্য বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন প্রায় ৩শ’ জন।