অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয়

দেশে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। এদিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

তালিকায় শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় ফিলিপাইন ও চতুর্থ ভারত। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) ‘গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এটি শনিবার রাতে প্রকাশিত হয়। প্রতিবেদনের তথ্যমতে, ২০২০ সালে বিশ্বের ১৪৯টি দেশ ও ভূখণ্ডের ৪ কোটি ৫ লাখ মানুষ নতুন করে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছে। এ সময় বাংলাদেশে উদ্বাস্তু হয়েছে ৪৪ লাখ ৪৩ হাজার ২৩০ জন। এদের মধ্যে প্রায় সবাই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্বাস্তু হয়েছে। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে ২৩০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে নতুন করে যারা উদ্বাস্তু হতে বাধ্য হয়েছে, তাদের প্রায় এক-তৃতীয়াংশই দক্ষিণ এশিয়ার। এ অঞ্চলে এই সময়ে প্রায় ৯২ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। ২০২০ সালে মে মাসে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও ভুটানে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। ওই বছর বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় ছিল এটি। এতে প্রায় ৫০ লাখ মানুষ উদ্বাস্তু হয়। এছাড়া বাংলাদেশে মৌসুমি বৃষ্টি ও বন্যার কারণেও মানুষ উদ্বাস্তু হয়েছে।

আইডিএমসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে ২০২০ সালে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যায় শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রাকৃতিক বিপর্যয়ের উদ্বাস্তু হয়েছে ৫০ লাখ ৭৪ হাজার মানুষ। দ্বিতীয় স্থানে থাকা ফিলিপাইনে ৪৪ লাখ ৪৯ হাজার মানুষ প্রাকৃতিক বিপর্যয় এবং ১ লাখ ১১ হাজার মানুষ সংঘাতের কারণে উদ্বাস্তু হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৩৮ লাখ ৫৬ হাজার মানুষ এবং সংঘাতে ৩ হাজার ৯০০ মানুষ উদ্বাস্তু হয়েছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো রয়েছে এ তালিকার পঞ্চম স্থানে। সেখানে ২ লাখ ৭৯ হাজার মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবং ২২ লাখ ৯ হাজার মানুষ সংঘাতের কারণে উদ্বাস্তু হয়েছে। তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে অন্যগুলো হচ্ছে ইথিওপিয়া (৬ষ্ঠ), সিরিয়া (৭ম), যুক্তরাষ্ট্র (৮ম), সোমালিয়া (৯ম) ও ভিয়েতনাম (১০ম)।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।