অভয়নগরে ইসলামী ব্যাংকের অসহায় সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, অভয়নগর, যশোর :

যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নওয়াপাড়া শাখার উদ্যোগে সিএসআর এর আওতায় গতকাল সোমবার পল্লী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় সদস্যদের মাঝে ‘ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার প্রকল্প কর্মকতা মো: শাহীনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক নওয়াপাড়া পত্রিকার বার্তা সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম মফিজুর রহমান দপ্তরী, ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার অপারেশন্স খন্দকার মাহফুজ আহমেদ, বিনিয়োগ ইনচাজ কে এম মুশফিকুল করিম, ফরেন ইনচার্জ মো: কামরুজজামান।

এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন সদস্যের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অথ’ বিতরণ করা হয়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।