সাতক্ষীরা প্রেসক্লাব ও সাংবাদিকদের মাস্ক উপহার দিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির

মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাতক্ষীরা কর্মরত সাংবাদিকদের উপহার হিসেবে মাস্ক দিয়েছেন জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের মাস্ক বিতরণ করা হয়। পৃথকভাবে মাস্ক বিতরণে প্রথমে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের জন্য সভাপতির হাতে মাস্ক তুলেদেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। পরে উপস্থিত সাংবাদিক ও ক্যামেরাম্যানদের মাঝে মাস্ক প্রদান করেন।

মাস্ক প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক ইব্র্রাহিম খলিল, সাগর হোসেন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সবাইকে মাস্ক পরার বিষয়ে সচেতন হতে হবে। করোনা প্রতিরোধ করতে মাস্কের বিকল্প নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ব্যাপী মাস্ক বিতরণ শুরু হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।