সাতক্ষীরায় করোনায় আরো ৬ জনের মৃত্যু

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা পজিটিভ এবং অপর ৫ জন উপসর্গের রোগী।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ২৪ ঘন্টায় আরো একজন পজিটিভ রোগীর মধ্যদিয়ে জেলায় মোট মৃত্যু ৮০ জনের। এছাড়া উপসর্গে মৃত্যু হয়েছে, ৪৪৬ জনের।

জেলায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে, ৪৮৭ জনের। পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগী ছিল ১ হাজার ২০৫ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেলে ২৭ জন এবং বেসরকারী হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৬৮ জন। সাতক্ষীরা মেডিকেলে উপসর্গে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন এবং বেসরকারী হাসপাতালে ১০৬ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪১৯ জন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।