তালা সংবাদদাতা।।
সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই ) সকালে তালা উপজেলার দোহার গ্রামের এঘটনা ঘটে। বেলা ১১টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মৃত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মৃত দ্ইু শিশু হলো, সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে সুমাইয়া পারভীন (সাড়ে ৬) ও তালা উপজেলার দোহার গ্রামের আবুল হোশেমের মেয়ে মুন্নি (সাড়ে ৭)।
মৃত সুমাইয়ার বাবা ইলিয়াস হোসেন জানান, ঈদের পরদিন ২২ জুলাই সকালে সুমাইয়া তার মায়ের সাথে তালা উপজেলার দোহার গ্রামে মামা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে সুমাইয়া তার মামাত বোন মুন্নির সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায় হঠাৎ তারা দু’জনেই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। বেলা ১১টার দিকে তাদের দু’জনের মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সুমাইয়ার মরদেহ মাটিয়াডাঙ্গা গ্রামে এনে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মুন্নির মরদেহ দোহারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …