সাতক্ষীরায় আরো ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় ৮৩ জন এবং উপসর্গে ৫১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় লকডাউন বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে বিভিন্নস্থানে ২৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব চেকপোস্টে পাঁচ শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিধি নিষেধ অমান্য করায় ৪৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।