অভয়নগরে গণটিকা কার্যক্রমে ৪৮০০ জনের টিকা গ্রহণ

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ৪৮০০ জন গ্রহণ করল টিকা। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়াও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সবৃন্দ।

এ ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এ গণটিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সদস্যবৃন্দের সরব উপস্থিতি লক্ষ করা যায়। উপজেলার আট (০৮) টি ইউনিয়নে কোভিট-১৯ টিকা দান কর্মসূচি বাস্তবায়নে “”অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”” এর
মোঃ এনামুল হক (আহবায়ক, রেড ক্রিসেন্ট অভয়নগর উপজেলা ইউনিট) সহ ইকবাল হাসান (দলনেতা), জহিরুল ইসলাম, বিলাল মাহিনী, মাহিদ, টিপু সুলতান, আশিক সজিব, সাইমা রহমান, সাইফুল, তাকরিম, তরিকুল এর নেতৃত্বে “” রেড ক্রিসেন্ট অভয়নগর উপজেলা ইউনিট”” এক যোগে কাজ করে।

অভয়নগর উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য মতে,
মোট পুরুষ টিকা গ্রহনকারীর সংখ্যা ২৫২৪ জন এবং মোট নারী টিকা গ্রহনকারীর সংখ্যা ২২৭৬ জন। ১ নং প্রেমবাগ ইউনিয়নে
নারী-২৮৭ জন, পুরুষ-৩১৩ জন মোট ৬০০ জন, ২ নং সুন্দলী ইউনিয়নে পুরুষ-৩১৮, নারী-২৮২ মোট-৬০০ জন, ৩নং চলিশিয়া ইউনিয়নে পুরুষ-৩০৮ জন, নারী-২৯২ জন মোট -৬০০ জন, ৪নং পায়রা ইউনিয়নে পুরুষ-২৭৫ জন, নারী-৩২৫ জন মোট-৬০০ জন, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে পুরুষ-৩২১ জন, নারী-২৭৯ জন মোট-৬০০ জন, ৬নং বাঘুটিয়া ইউনিয়নে পুরুষ-৩০৩ জন,নারী -২৯৭ জন মোট-৬০০ জন,৭ নং শুভরাড়া ইউনিয়নে নারী-২১০ জন,পুরুষ-৩৯০ জন,
মোট-৬০০ জন এবং ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে পুরুষ-২৯৬ জন,মহিলা-৩০৪ জন
মোট-৬০০ জন। এই ধারাবাহিকতা চলতে থাকলে অতিদ্রুত সারা বাংলাদেশে গণটিকা কার্যক্রম সম্পন্ন করা সহজতর হবে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।