অভয়নগরে সাংবাদিকদের সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলা ও দক্ষিণ নড়াইলের সীমান্তবর্তী ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকদের একমাত্র সংগঠন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে সপ্তাহ ব্যাপী জনসচেতনতাসহ মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

১১ আগষ্ট ২০২১ বুধবার স্থানীয় ঐতিহ্যবাহী গরুর হাট খ্যাত চাকই-মরিচা-ভবানীপুর বাজারে মাস্ক বিতরণ ও করোনা রোধে সপ্তাহ ব্যাপি চলমান গণ সচেতনতামূলক কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চিত্রা রিপোর্টারস ইউনিটির উপদেষ্টা হাফিজ আকুন্জী ও উক্ত বাজার কমিটির সভাপতি কিবরিয়া শেখ।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাষ্টার আমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাষ্টার বাবলুর রহমান, সাধরণ সম্পাদক মেহেদী হাসান ইরান, যুগ্ম সম্পাদক বিলাল মাহিনী, কোষাধ্যক্ষ কবিরুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাষ্টার সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সদস্য যথাক্রমে রবিউল ইসলাম, রবিউল সর্দার, বাচ্চু জসীম, মাসুম, মুরাদ হোসেন, সাবেরুল ইসলাম, সাদিকুল ইসলাম, প্রনয় বিশ্বাস, তরুন বিশ্বাস, আজিজুর শেখ, লিপ্পন হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানান, চলমান কর্মসূচি আগামী ১৩ আগষ্ট শুক্রবার ভৈরব উত্তর-পূর্ব জনপদের ভাটপাড়া বাজার হতে শুরু হয়ে সিংগাড়ী, হরিশপুর, বাশুয়াড়ী,লেবুগাতী, হিদিয়া, ইছামতী এবং নাউলী বাজারে গিয়ে শেষ হবে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।