সাতক্ষীরায় ১০দিন পর ফের বেড়েছে করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় আজ ১৫ আগস্ট সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন।
এদিকে এ মাসের গত ১৫ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এর পূর্বে গত ৫ আগস্ট জেলায় ৮ জনের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যু হয় ৭ জনের।
এছাড়া ২ ও ৭ আগস্ট ৫ জন করে, ৩ আগস্ট ৪ জন, ১, ৪, ৯. ১০, ১২ ও ১৪ আগস্ট ৩ জন করে, ৬ আগস্ট ২ জন এবং ৮ ও ১১ আগস্ট ১ জন করে রোগীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে গত ৯ আগস্ট ৩ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন।
এছাড়া এ মাসে আর সকল মৃত্যু করোনা উপসর্গে হয়েছে।
সামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ১৬ জনের। শনাক্তের হার ৭ দশমিক ৮৮ শতাংশ।