তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার আগেই আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। কেন তিনি দেশ ছেড়ে গেলেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে। এক পোস্টে তিনি লিখেছেন, আমাকে সরিয়ে দিতে তালেবানরা পুরো কাবুল ও বাসিন্দাদের ওপর হামলা করতে এসেছে। রক্তপাত এড়াতে দেশ ছেড়ে যাওয়া ভালো হবে বলে আমি মনে করেছি। তরবারি আর বন্দুকের ওপর নির্ভর করে তারা বিজয়ী হয়েছে। এখন আমাদের দেশবাসীর সম্মান, সম্পদ আর আত্মমর্যাদা রক্ষার দায়িত্বও তাদের।
তবে আশরাফ গণি তাজিকিস্তান নাকি উজবেকিস্তান গিয়েছেন, তা এখনো পরিষ্কার নয় বলে বিবিসি’র রিপোর্টে বলা হয়েছে। ২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হন।।