যশোরের বসুন্দিয়ায় জাতীয় শোক দিবস উদযাপন

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলাধীন বসুন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৩০ আগস্ট সোমবার বিকেল ৪টায় বসুন্দিয়ার পূর্ব গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাস্টার আঃ বারী’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও গণভোজ বিতরণ করা হয়।

মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের প্রত্যয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মহিত কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর জেলা ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্জ্ব খলিলুর রহমান, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রোজী ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওহেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু।

অন্যান্যের উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, রোমেল খান, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সাকিব খান, শাহাদ সরদার প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।