“আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুদানের চেক বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তালা পল্লী উন্নয়ন সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিষ্ট্রিকৃত ৭টি সমিতিকে ২লক্ষ ২৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
সাতক্ষীরা মহিলা অধিদপ্তর কর্তৃক শিশু কন্যা দিবস পালিত
আবু সাইদ,সাতক্ষীরা: জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদযাপন, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা উপলক্ষ্যে সাতক্ষীরা মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম সফিউল আজম এর সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কিশোর কিশোরি ক্লাবের সুপারভাইজর আজিজুর রহমান। কিশোর কিশোরি ক্লাবের আবৃত্তি শিক্ষক সাংবাদিক মোঃ আবু সাঈদ প্রমুখ। অতিথিগণ বক্তব্যে বলেন, আজকের শিশু কন্যা আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের প্রতি প্রত্যেক মা-বাবার যতœশীল হওয়া উচিত। কন্যা শিশুদের সুশিক্ষিত করে দেশ পরিচালনার জন্য মনোযোগী করতে হবে। এবং শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশু শ্রম পরিহার করতে হবে। শুধু তাই নয় দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী একজন নারী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী, সংসদ স্পিকার ও নারী। এই নারী জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সুশিক্ষিত ও সামাজিক কাউন্সিলিং এর বিকল্প নেই। উক্ত আলোচনা সভা শেষে সুন্দর বক্তব্য ও আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাতক্ষীরা জেলা কিশোর কিশোরি ক্লাবের সুপারভাইজর করবী জামান।