আবু সাইদ,সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা অধিদফতরের আওতায় রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই- খুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও অসহায় রোগীদের মাঝে ঔষধ বিতরনের মধ্য দিয়ে রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন.“সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম চালু হলেই দুঃস্থ্য রোগীরা নাগরিক সুবিধা ভোগ করবে। সেবা সমূহ হল-আর্থিক সেবা, সামাজিক সেবা ও মানসিক সেবা। সমাজসেবা অধিদফতরের আওতায় রোগীকল্যাণ সমিতির পক্ষ থেকে দুঃস্থ্য রোগীরা এসকল নাগরিক সেবা পাবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সমাজসেবা অধিদফতরের রোগীকল্যাণ সমিতির সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।
তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …