শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ : চালকসহ নিহত ২

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।এতে আহত হয়েছে আরো দুইজন।

মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নীলকান্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্র চালক নুরু গাইন (৪৫) ও শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)।

নাভারন হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, বাগআঁচড়া থেকে একটি যাত্রীবাহি সিএনজি নাভারন যাচ্ছিলো।পথিমধে নাভারন সাতক্ষীরা মহাসড়কের নীলকন্ঠের মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মারাত্নক আহত নুরু ও রাকিবকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এতে আহত মন্জুয়ারা (৫০) ও অজ্ঞাত( ৩৫) কে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।