সাতক্ষীরা জেলা পরিষদে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী,

জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, এড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মনিরুল ইসলাম, এস.এম আসাদুর রহমান সেলিম, মাকসুদুর রহমান মুকুল, মো. মহিতুর রহমান, মো. নুরুজ্জামান, এম.এ হাকিম, রোকেয়া মোসলেম উদ্দিন, শিল্পী রাণী মহলদার, রোজিনা পারভীন, মীর জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-২০২১-২০২২ অর্থ বছরে এডিপি তহবিলের আওতায় জেলা ব্যাপি ৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ সংক্রান্ত, ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব তহবিলের আওতায় চলমান প্রকল্পের (অফিস কম্পাউন্ডে) বিপরীতে ৮২ লক্ষ টাকার প্রস্তাব প্রেরণ, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়নধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব তহবিলের আওতায় ২টি গৃহ নির্মাণের প্রাক্কলন সংশোধন, খেয়াঘাট ইজারা প্রদান সংক্রান্ত ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।