আবু সাইদ,সাতক্ষীরাঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন। ভারতের সোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সিএনডিএফ এসোসিয়েশন এর সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন, সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টম সুপার ভাস্কর দে, বিএসএফ ক্যাম্প এর এস আই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি ভুলা ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এর সদস্য ভবেতোষ দাশ সহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …