এ্যাডঃ তপন কুমার দাস \ বিশিষ্ট কবি, শক্তিমান লেখক, গরীবের জজ খ্যাত সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র” একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সৃষ্টি করাই আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই ১৯৭১ সালে মুক্তির মন্দির সোপানো তলে লক্ষ প্রাণ বলিদান হয়েছে। যিনি দুর্গতিকে নাশ করেন তিনি দুর্গতিনাশিনী। দুর্গাপূজা প্রতিবছর দুষ্টের দমন শিষ্টকে লালন করার প্রতিশ্র“তি নিয়ে জগতে আবির্ভূত হন। সকল ধর্মের উৎসব বাঙালি একযোগে পালন করে আসছে। ধর্ম যার যার উৎসব সকলের, কোন ধর্মই উগ্রবাদ জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় না। সে ক্ষেত্রে মধ্যম পন্থাই সেরা পন্থা। প্রত্যেক ধর্মের পোশাকি ও নৈতিক দিক রয়েছে। আমাদেরকে পোশাকি দিক অপেক্ষা নৈতিক দিক কে অধিক অগ্রাধিকার দিতে হবে। বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরো বলেন, আধুনিক বিশ্ব রাষ্ট্রব্যবস্থায় নারীর ক্ষমতায়নকে আমরা লক্ষ্যভুক্ত করেছি। কিন্তু হাজার বছর আগে যখন সনাতন ধর্ম সৃষ্টি হয় তখন থেকেই দেবীদের ক্ষমতায়ন করা হয়েছে, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। আমাদের উচিত হবে ধর্মের শাশ্বত বাণী তথা ললিত বাণী কে অনুসরণ করা। ধর্ম হচ্ছে একমাত্র অবলম্বন যা দিয়ে সারা বিশ্বের সবথেকে বেশি মানুষকে একত্রিত করা যায়। তিনি গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে ঐতিহ্যবাহী পুরাতন সাতক্ষীরা কালিবাড়ি মায়ের মন্দিরে শারদীয়া দুর্গা উৎসবের মহা নবমী উপলক্ষে “দুর্গতিনাশিনী দেবী দুর্গা শীর্ষক” আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, বিশ্বনাথ মন্ডল, গোবিন্দ প্রসাদ ঘোষ, ধীরু ব্যানার্জি, আনন্দ কুমার সরকার, এডভোকেট সোমনাথ ব্যানার্জি, এডভোকেট তারক মিত্র। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিত্যানন্দ আমিন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …