শপথ নিলেন কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ মেম্বর

নিজস্ব প্রতিনিধি:

কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ জন মেম্বর শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কলারোয়া উপজেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেয়ারম্যান হিসেবে যারা শপথ নিলেন: ১নং জয়নগর ইউনিয়নের বিশাখা তপন সাহা, ২নং জালালাবাদ ইউনিয়নের মাহফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউনিয়নের শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের সহকারী অধ্যাপক আবুল কালাম, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের বেনজির হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়নের ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১১নং দেয়াড়া ইউনিয়নের মাহবুবুর রহমান মফে ও ১২নং যুগীখালী ইউনিয়নের রবিউল হাসান।

এদিকে, বিকাল ৩টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন করছেন ৯টি ইউনিয়নের ১০৮ জন ইউপি সদস্য। তার মধ্যে পুরুষ ৮১ জন এবং সংরক্ষিত আসনে নারী ২৬ জন।

শপথ বাক্য পাঠ করান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শিক্ষা অফিসার আবদুল হামিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত হওয়ার কারণে ঐ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ ৩ জনের ফলাফল ঝুলে থাকার ফলে ঐ ইউনিয়নে নির্বাচিত বাকীদের গেজেট প্রকাশিত হয়নি।

এছাড়াও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের (৪,৫,৬) সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী সমান সমান ভোট পাওয়ার কারণে সেই ওয়ার্ডে পরবর্তীতে পূনঃনির্বাচন হয়। সেটার গেজেট এখনো হয়নি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।