দেবহাটার খলিশাখালী এলাকার ভূমি সস্ত্রাসীদের গ্রেপ্তার ও ১৮০ জন ভূমি মালিকের বেদখলকৃত জমি ও মৎস খামার ফিরে পাওয়ার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জমি মালিকগণ।
মানববন্ধনে তারা বলেন ৭০ বছরের দখলকৃত ১৩২০ বিঘা জমি ও ঐ জমির উৎপাদিত কোটি কোটি টাকার মাছ ডাকাতি করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা জমি মালিকদের সম্পদ রক্ষায় কোন রকম সহায়তা করেনি। পুলিশকে ডাকা হলেও পুলিশ তাদের সহায়তা করেনি।
আদালতের নির্দেশে থানা মামলা নিলেও সেই মামলার একজন আসামীকেও পুলিশ আটক করেনি। সন্ত্রাসী ডাকাতরা প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় অপরাধীদের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে, তারপরও প্রশাসন নিশ্চুপ।
তারা আরো বলেন, জমি মালিকদের উৎপাদিত মাছ হরিলুটের টাকায় সমাজের বিবেক বিক্রি হয়ে যাচ্ছে তারপরও কেউ প্রতিবাদ করছে না। এ জন্যই নিরুপায় হয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং জমি ফিরে পাওয়ার দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রোকসানা নাহিদ, শারমীন সুলতানা প্রমুখ।