নিঃসীম সুদূর -বিলাল মাহিনী

 

তোমার সিক্ত কেশ চুঁয়ে চুঁয়ে নামে_
আর্যশ্লোকের মতো কবিতার দেয়াল
জোছনার বান ডাকে নয়ন সমুদ্রে
কঙ্কাবতী নদীর মতো বেদনার জোয়ারে ভাসালে নিজেকে
নিভৃতে যতনে বেদনার সবটুকু গরল পানে_
ভেজাবো গলা।

হৃদয়ের খুব কাছ থেকে দেখেছি তোমায়, এখন নিঃসীম সুদূর
নিশিজাগা গল্পগুলো আজ রূপকাথার মতো_
উড়ে যায় শাদা মেঘের ছায়ার প্রতিচ্ছায়ায়।
এখন মাটির কলসি ভাঙার শব্দে ঘুম ভাঙে
বিরান জলতৃষ্ণায় পোড়ে অন্তর
তবু প্রতীক্ষায় থাকি স্বর্গীয় চুম্বুনের আশায়।

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।