সাতক্ষীরার কালিগঞ্জে নৌকার প্রার্থীর বাড়িতে বোমা হামলা!

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রাণী অধিকারীর বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নৌকা প্রতীকের প্রার্থীর তিন কর্মীকে থানায় নিয়ে এসেছে। তারা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার লিয়াকাত শেখের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন (৩২), শেখ নজরুল ইসলামের ছেলে শেখ নাজমুল ইসলাম (২৩) ও শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মিলন হোসেন (৩৬)।

ৎ নৌকার প্রার্থী শ্যামলী রাণী অধিকারি জানান, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তবে দলীয় প্রার্থী হওয়ার পর থেকে আমার প্রতিপক্ষ গ্রুপ আমাকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আমার বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এ সমং আমিসহ আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। তখন স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে একটি ম্যানি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
ব্যাগটি খুলে দেখা যায় আমার প্রতিপক্ষ ইউনিয়নের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাফিয়া পারভীনের চাচাতো ভাইয়ের কয়েকটি ছবিসহ কিছু টাকা রয়েছে ওই ব্যাগের ভেতর।
পরবর্তীতে পুলিশ আমার তিন জন কর্মীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। আমি আমার কর্মীদের মুক্তি চাই।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবরটি শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তারা কোন দলের সেটি বড় বিষয় নয়। আমরা তদন্ত করছি। যদি তাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে, আর যদি সংশ্লিষ্টতা না থাকে অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।