অভয়নগরের মাদকের আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকার মাদক ব্যবসায়ী আমিনুর মুন্সীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে তাকে।
আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা হয়েছে।

২ নভেম্বর ২০২১ মঙ্গলবার নড়াইলের দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। সে পলাতক রয়েছে।
আমিনুর নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকার মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস আই কিশোর কুমার মজুমদারের নেতৃত্বে ২০১২ সালের ১ আগষ্টনড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া সরকারীপ্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশী করাকালীন যাত্রীবাহি বাসের ভেতর থেকে আমিনুরের কাছে থাকাএকটি ব্যাগ হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ সময় মোঃ আমিনুর মুন্সীকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এএসআই ওলিউল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেন এবং আসামি হস্তান্তর করেন।পরে আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি এড. এমদাদুল ইসলাম (ইমদাদ) ও পলাতক আসামীর পক্ষে আইনজীবী ছিলেন এড. মোঃ মাহবুব হোসেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।