হারানো আয়না – বিলাল মাহিনী

 

অযত্ন অবহেলায় হারানো আয়না-চিরুনিটা খুঁজে পেয়ে আত্মহারা হলো মন
এতো বছরের ধুলো জমা আয়নায় দর্শকের প্রতিচ্ছায়া পাওয়া ভার!

ধুলোমলিন আয়নাটি আকাশী রুমালে মুছে চিরুনির দাঁতগুলো ছুঁয়ে ছুঁয়ে বললো হৃদয় _
হারানোর সুখ আর দীর্ঘ প্রতীক্ষাকে ভালোবাসা বলে, আর ক্ষণস্থায়ী সুখকে বলে প্রেম।
আরও বললো-
একা থাকতে অভ্যস্থ হও
আত্মাকে পরমাত্মায় সমর্পণ করো
স্বল্পে তুষ্ট থাকো, যদিও সহজ নয় জীবন, তবুও লড়াই করে বাঁচো।

আপন করো না কাউকে, নিজকে ছাড়া, ঘুম পাড়ানি গান শুনিও না ভালোবেসে, সে তোমার ঘুম জবাই করে ছাড়বে।
আয়নার সাথে চিরুনির খুব ভালো সখ্যতা থাকলেও দিন শেষে কেউ কারো নয়।
নৈঃশব্দে বাঁচতে শেখো,
নিজের প্রতি খেয়াল রেখো।

আঠারো বছর আগে হারানো আয়নায় দাঁড়িয়ে দেখি_
সময়ের সাথে সাথে জীবনের চাওয়া-পাওয়াগুলোও পাল্টে গেছে, শুধু মনটা পড়ে আছে আঠারোতে!

আমার আয়নাটা জানে_
কতোটা ভীষণভাবে চেয়েছিলাম তাকে; জানে চিরুনির আঁচড়গুলোও।

Check Also

আব্দুর রহমান কলেজের বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল চেয়ে আবেদন

সূত্র ঃ তারিখ ঃ ২০-১০-২০২৪ ইংবরাবরজেলা প্রশাসকসাতক্ষীরা। বিষয় ঃ বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল প্রসঙ্গে। জনাব,যথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।