বিভিন্নস্থানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরার বিভিন্নস্থানে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় সমিতির পতাকা উত্তোলন, আলোচনা সভা, শ্রেষ্ট সমবায়ীদের পুরষ্কৃত করা।

তালায় সমবায় দিবস পালন: তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্দ্যোগে সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান’র সভাপতিত্বে ও সমবায় অধিদপ্তরের পরিদর্শক অজয় ঘোষ বাবলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মফিজউদ্দীন, ডিপুটি কমা-ার আলাউদ্দীন জোয়ার্দ্দার, অমল কৃষ্ণ ঘোষ, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, আব্দুল হামিদ, আইডো’র নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাশ বাপী, এ্যাড. রবিউল ইসলাম, দিবস ঘোষ ও উত্তম ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

দেবহাটায় আলোচনা সভা: দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেবী শহর এগ্রিকালচার এন্ড ফিস ফারমিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি শরচ্চন্দ্র ঘোষ, কুলিয়া সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বাসুদেব মন্ডল, আস্কারপুর সমবায় সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিআরডিবির সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার সোহরাব হোসেন। এ সময় সহকারী সমবায় অফিসার মালতি রানী, সেলিনা খাতুন, সমবায় অফিসের অফিস সহকারী আতাউর রহমানসহ বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত কুলিয়া সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বাসুদেব মন্ডলসহ বিভিন্ন ক্যটাগরিতে উপজেলা শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ১৫ টি সমিতির প্রতিনিধিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

শ্যামনগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত:
ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক (দোলন)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল সমবায়ীরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় কর্মকর্তা মোঃ আমির হোসেন।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।