দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরা জেলার মাটি খুবই উর্বর। সব ধরনের ফসল ভাল ও বেশি উৎপাদন হয়। আমাদের দেশের কৃষকরা কষ্ট করে অধিক ফসল উৎপাদন করে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুন্নতা অর্জন করেছে। দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে। দেশে অনেক দুর্যোগের পরও মহান আল্লাহ পাক আমাদের অনেক ভাল রেখেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষদের খুবই ভালবাসতেন সেজন্য তিনি বাকশাল তৈরী করেছিলেন। বাকশালের মানে কৃষক শ্রমিক লীগ। দেশের জনগণ কিভাবে ভাল থাকে সেই কথা ভেবেই জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমাদের মানুষিকতার প্রয়োজন। দেশের এত উন্নয়ন হওয়া স্বর্তেও এক শ্রেণির মানুষ উন্নয়ন দেখতে পায়না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস.এম খালিদ সাইফুল্লাহ। কর্মসূচি ব্রিফিং করে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬৫০ জন গম চাষী প্রত্যেকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ২৫০ জন ভূট্টা চাষী প্রত্যেকের মাঝে ২ কেজি করে ভূট্টা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ৯৫০ জন সরিষা চাষী প্রত্যেকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, সদর উপজেলার ৫০জন খেসারী চাষী প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ এবং ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, ইউনিয়ন কৃষি অফিসার
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …