অপশক্তিকে রুখে দিতে হবে : আশাশুনিতে শ্রমিকলীগের আনন্দ মিছিলে অধ্যাপক রুহুল হক এমপি

শনিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় আশাশুনি সদরের মাদারদীঘি থেকে আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলমের নেতৃত্বে আশাশুনি সদর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতার উপস্থিতিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় আনন্দ মিছিলটি আশাশুনি বাজার হয়ে উপজেলা প্রদিক্ষণ শেষে পূণরায় মাদারদীঘি গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলার শাখা গত ৭ অক্টোবর ২০১৮  ইংরেজি তারিখে ঢালী মো: সামছুল আলমকে সভাপতি করে কমিটির দেয় জেলা কমিটি। কিন্তু গত ২৪ অক্টোবর ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা কমিটি উক্ত কমিটি বিলুপ্ত করে দেয়। তবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির গত পহেলা নভেম্বর সূত্র নং- জা.শ্র.লী/কেক/সাংগঠনিক পত্র/২০২১/০৭২ এর মাধ্যমে পূণরায় উক্ত কমিটিকে কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে উক্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে মোবাইল কনফারেন্সের মাধ্যমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, আশাকরি সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যেতে পারবে। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে উন্নয়ন হবে এগিয়ে যাবে দেশ।

এ দেশের মানুষকে, উন্নয়নকে ব্যহত করতে একশ্রেণির মানুষ আ.লীগের পেঁছনে লেগে গেছে। তাদেরকে রুখে দিতে হবে।  যারা বিব্রত করছে বা বিরক্ত করছে তাদের সবসময় দূরে রাখতে হবে। উন্নয়নকে, উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হলে শেখ হাসিনার নৌকাকে কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যারা আমাদেরকে বিব্রত করতে চাই, বিরক্ত করতে চাই যারা আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করতে চাই তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নৌকার সাথে জাতীয় শ্রমিকলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। সবার উচিত হবে সকল অপশক্তিকে রুখে দিয়ে সামনে এগিয়ে যাওয়া। আগামীদিনে আশাশুনি উপজেলা শ্রমিকলীগ আরো শক্তিশালী হয়ে এলাকার মানুষের পাশে গিয়ে যেনো উপকার করতে পারে সেজন্য কাজ করে যেতে হবে বেশি বেশি। শ্রমিকলীগের নেতৃত্বে এলাকার শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।