আব্দুল্লাহ, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বসতপুর মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে সাতমাইল রোডে বসতপুর ১ নম্বর কলোনি রসুলপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি আসমা খাতুন (৪২); যশোরের শার্শা থানার গোগা গাজী পাড়া গ্রামে বসবাস করেন। বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে শার্শা থানায় ওসি বদরুল আলম জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …