সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ১২ নভেম্বর ২০২১ শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে শুরু হয় কোদলা ইয়ংস্টার ফুটবল একাদশ বনাম আজাদ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি। যশোর, নড়াইল, খুলনা জেলার নামীদামী ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন যশোর জেলা ফুটবল ফেডারেশনের রেফারী মো: ইব্রাহিম হোসেন। এবং সহকারি রেফারী হিসেবে মো: আজিজুর রহমান ও সুব্রত সরকার তাদের দায়িত্ব পালন করেন।
খেলা শুরু থেকে উভয় পক্ষের এ্যাটাক কাউন্টার এ্যাটাকের মধ্য দিয়ে চলতে থাকে প্রথমার্ধের ২৫ মিনিট। ২৬ মিনিটের মাথা কোদলা ইয়াংস্টার ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন ১০ নং জার্সি পরিহিত বিখ্যাত স্টাইকার আশিক। এভাবে ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের মাথায় আবারও বিপক্ষের জালে বল জড়ান আশিক। এভাবে ধারাবাহিকভাবে মোট তিনটি গোল করেন তিনি। শেষ বাঁশির পূর্বে মোট চারটি গোল হজম করতে হয় আজাদ স্পোর্টিং ক্লাবকে।হ্যাট্রিক করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন কোদলা ইয়াংস্টার একাদশের আশিক।
খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভয়নগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব বাবু রবীন অধিকারী ব্যাচা। এছাড়াও এলাকার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।