শাহীন আলম, ইবি সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট পুনঃগণনা ও ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষকদের একটি অংশ।
রবিবার (২১ নভেম্বর) তারা শাপলা ফোরাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট পুনঃগণনা করে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ বরাবর আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে স্বাক্ষর করেন ড. কাজী আখতার হোসেন, ড. মোঃ মাহবুবর রহমান, ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ড. মোহাঃ মেহের আলী, শেলীনা নাসরিন, ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, ড. আব্দুল্লাহ আল মাসুদ, ড. তপন কুমার জোদ্দার, ড. আনিসুর রহমান, ড. পরেশ চন্দ্র বর্মণ, ড. মোঃ আতিকুর রহমান, ড. মোঃ আনিচুর রহমান, মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম, এ. এইচ. এম. নাহিদ।
আবেদনপত্রে বলা হয়, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত শাপলা ফোরাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ৬২টি ভোট বাতিল করা হয়েছে। যা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে ১৩ নভেম্বর ২০২১ তারিখে প্রচারিত ভোট প্রদান ও গণনার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫নং অনুচ্ছেদের পরিপন্থি।