মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ২৮ নভেম্বর রবিবার সকাল ১০টায় বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন অর রসিদ প্রমুখ।
সভায় আগামী ৫ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ৫ম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ৬ জনের নাম প্রস্তাব করা হয়। দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা হলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ী বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ত্রান ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালিন কমান্ডার আব্দুর রসিদ খান, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মানিক ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মারুফুজ্জামান মারুফ।
সভার একপর্যায়ে প্রার্থীদের বক্তব্যে তারা জানান, নির্বাচনে দলীয়ভাবে তাদের মধ্য থেকে যাকে নৌকা প্রতীক দেওয়া হবে, তারা প্রত্যেকেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবেন এবং দলীয় প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সচেষ্ট থাকবেন। কোনভাবেই তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন না বলে অঙ্গীকার করেন। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রদত্ত অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করেন।
সভায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মোল্যা ও আবুল কাশেম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইউনুচ আলী, কোষাধ্যক্ষ অসিম পাল, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক আবুল বাসার মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি আঃ জলিল বিশ্বাস, ২নং ওয়ার্ড সভাপতি বি.এম মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি হাসানুজ্জামান, ৪নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম মোল্যা, ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার আঃ বারী, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভ‚ট্টো, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।