নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি নৌকা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ১টিতে বিএনপি, ৪টিতে বিদ্রোহী এবং ১টি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
স্থানীয় ভাবে পাওয়া ফলাফল:
১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন (লাঙ্গল) ৭২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক জিএম রবিউল্যা বাহার (ঘোড়া) পেয়েছেন ৬৮৭৫ ভোট।
২নং বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি’র উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (আনারস) ৬৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন (নৌকা) পেয়েছেন ৬২২৭ ভোট।
৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন (নৌকা) ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল (আনারস) পেয়েছেন ৫২০২ ভোট।
৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ মন্ডল (নৌকা) ৪৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুলফিকার আলী সাপুই (মোটরসাইকেল), প্রাপ্ত ভোট ৩৮৪১।
৫নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ (নৌকা) ৭২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান বাবলু (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩৫১ ভোট।
৬নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (চশমা) ১৩৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩২৩৭ ভোট।
৭নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট (নৌকা) ৬৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান খোকন (আনারস) পেয়েছেন ৪৯৪১ ভোট।
৮নং ভাড়াশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম (আনারস) ৭৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) পেয়েছেন ৪১৫০ ভোট।
৯নং মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (রজনীগন্ধা) ৫০১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম বাবু (টেবিল ফ্যান) পেয়েছেন ২৫৩৫ ভোট ।
১০নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (ঘোড়া) ৫৩৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী সজল মূখার্জী (নৌকা) পেয়েছেন ৪২৭৬ ভোট।
১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলিম আল রাজি টোকন (নৌকা) ৮৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ (আনারস) পেয়েছেন ৫৯৭৮ ভোট।
এবং ১২নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল (ঘোড়া) ৬৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫১৩ ভোট।
সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকল ইউনিয়নে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল। বিশেষ করে সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদেরও দীর্ঘ লাইন দেখা যায়। দুপুরের মধ্যে প্রতিটি কেন্দ্রে ৬০ শতাংশের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগণ গণমাধ্যম কর্মীদের জানান। প্রশাসনের কঠোর তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারায় বুথ ফেরত ভোটরদের চোখেমুখে দেখা গেছে তৃপ্তির হাসি।
এদিকে তালা সার্কেলের এএসপি হুমায়ন কবির ভোটকেন্দ্র পর্যবেক্ষণকারী গণমাধ্যম কর্মীদের সাথে চরম অসদাচারণ করেন। এতে ভোট পর্যবেক্ষণে বেশ সমস্যার সম্মুখিন হন তারা। এঘটনায় ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তার আচরণের তীব্র নিন্দা জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …