কেশবপুর প্রতিনিধি:- বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুরে উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিলোপ আইন-২০১৫ অনতিবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, দলিত পরিষদ নেতা নিরাপদ দাস, শংকর দাস, সুমন দাস, শরিফ উদ্দিন, তন্দ্রা দত্ত, শাহিদা খাতুন প্রমুখ। বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পরিত্রাণের প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাশ বলেন ৪০ জেলায় দলিত পরিষদের উদ্যোগে বৈষম্য বিলোপ আইন-২০১৫ পাশের দাবিতে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশে বসবাসরত দলিত জনগোষ্ঠির মানবাধিকার এবং মর্যাদা সুরক্ষায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন-২০১৫ দ্রæত পাশের দাবি জানান।
Check Also
কলারোয়ায় জাল টাকা ছাপানো মেশিন ও ২৪ হাজার ৫শ জাল টাকাসহ দুই ব্যক্তি আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ছাপানো মেশিন এবং ২৪ …