ইবিতে বুনন’র সভাপতি রাফিউল, সম্পাদক শাওন

শাহীন আলম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন বুনন’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষার্থী মোঃ রাফিউল ইসলাম সভাপতি এবং ‘আইন ও ভূমি ব্যবস্থাপনা’ বিভাগের সোলায়মান হোসেন শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সংগঠনটির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মারিয়া জামান এশা ও মাহদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাবিব, কোষাধ্যক্ষ সুরাইয়া আলম, দপ্তর সম্পাদক সানজিনা আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক আরশি আঁখি, আল্পনা বিষয়ক সম্পাদক আইরিন কবির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের হোসেন।

উল্লেখ্য, ‘রং তুলিতে, স্বপ্ন বুনি’ এই স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এ সংগঠনটি জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার কাউন্সিল করে থাকে সংগঠনটি।

Check Also

হাসপাতালে ভর্তি ১৮ সাতক্ষীরায় ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।