সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া মহা-শ্মশানে মতুয়া সম্প্রদায়ের বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার এলাকার হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল নামে এই সম্মেলনে। ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয় এই মেলায়। অবহেলিত দলিত শ্রেণির হিন্দুধর্মাবলম্বী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের কর্ণধার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠে এই সম্মেলনে। নিশান উড়িয়ে, ঢাক বাজিয়ে, নেচে নেচে আত্মশুদ্ধির মাধ্যমে গুনাশ্রয়ী সঙ্গীতাঞ্জলীর মাধ্যমে বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় চলে আরাধনা কার্যক্রম।
১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার সকাল হতে শুরু করে সন্ধা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। যশোর, নড়াইল, খুলনা, মাগুরা জেলার গ্রামভিত্তিক দলে বিভক্ত হয়ে তাদের নিজস্ব নৃত্য বাদ্য শৈলী প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠানে এলাকার সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর উপস্থিতি লক্ষিত হয়। আনারস প্রতীকের এম এম আজিম উদ্দীন, নৌকা প্রতীকের অর্জুন সেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জন সাধারণের প্রতি তাদের আন্তরিকতার প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।