কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত-৪

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় বিজয় দিবসের প্রোগ্রামে আসার সময় বিএনপির দুই গ্রুপের সদস্যদের মধ্যে এক হামলা সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া চেয়ারম্যান মার্কেটের সামনে।

আহত খোরশেদ (২৮) জানান, বিএনপির ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম গ্রুপ ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বুধবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা রাজু ছাত্রদল নেতা রনি (২৬) কে ধরে এলোপাতাড়ীভাবে পিটিয়ে জখম করে।

এসময় রাজু হামলা চালিয়ে রনির একটি মোটরসাইকেল ভাংচুর করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাবাড়ীয়া চেয়ারম্যান মার্কেটের সামনে দিয়ে ছাত্রদল নেতা উজ্জল (২৩), খোরশেদ (২৮), রনি (২৬), হাবিব (২৫) বিজয় দিবসের প্রোগ্রামে যাওয়ার সময় প্রতিপক্ষ আরশাদ, শহিদুল, হাফিজুল ও রাজু দলবব্ধ হয়ে তাদেরকে ধরে কাঠের চোলা ও ইট দিয়ে পিটিয়ে জখম করে। সে আরো জানায়-রাজু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হয়ে সোনাবাড়ীয়া ও উপজেলা আ.লীগের নেতাদের সাথে সব সময় থাকে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।