শার্শার বেনাপোল সীমান্তে ২টি পিস্তলসহ আটক-২

আব্দুল্লাহ, শার্শা প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২টি পিস্তল সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলো-বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি এলাকার নরসিংহপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাদিম সিকদার (৩০) ও যশোরের ঝিকরগাছা থানার মাটিকুমড়া এলাকার মুকুন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা(২০)।

বিজিবি জানায়,পুটখালী ঘোনার মাঠ এলাকায় দুই যুবকের গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা তাদেরকে আটক পূর্বক দুইটি পিস্তল উদ্ধার করে বিজিবিকে খবর দেয়। পরে, সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক পূর্বক পিস্তল দুইটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় বিজিবি।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।