বাগেরহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার(২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কাটার মাধ্যমে এ প্রকিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, মো: দেলোয়ার হোসেন, আহসানুল করিম, শাহ আলম টুকু, শেখ আজমল হোসেন, ইয়ামিন আলী, শওকত আলী বাবু , এস এম রাজ, শামসুর রহমান, মীর জায়েসী আশরাফি জেমস, সৈয়দ শওকত হোসেন, আকমল উদ্দিন সাখী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছিল দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে মুক্তিযুদ্ধের সময় একটি লাইন ছিল লাখ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। দৈনিক ইত্তেফাক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যান করবে বলে সবাই আশাবাদ ব্যাক্ত করেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।