পাটকেলঘাটা প্রতিনিধি: জামায়ত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর কাছে নাকে চোপন খেয়ে সংখ্যা লঘু হিন্টু ভোট ব্যাংকের জোরে এ যাত্রায় পার পেয়ে গেলেন কুমিরা ইউনিয়নে নৌকার মাঝি আজিজুল ইসলাম। ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই তাকে হারতে হয়েছে। বাকি ৩টি কেন্দ্রে সংখ্যা লঘু হিন্দু ভোট ব্যাংকের কারণে তিনি ইউপি নির্বাচিত হল। তবে কয়েকটি স্থানে তার সন্থাসী বাহিনী কয়েক জন জামাত নেতার উপর হামলা করে গুরুত্বর আহত করেছে।েএর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক। এছাড়া উপজেলা পরিষদের চেয়ার বাবু সনদ ঘোণ ভোট কেন্দ্রে য়েয়ে চশমার প্রার্থীদের ভয়ভীতি প্রদশন করেন।
তবে শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। ভোটারা নৌকার ব্যাস বুকে লাগিয়ে চশমাতে ভোট দিতে দেখা গেছে।
ভোটারদের লাইন নির্বাচনে আওয়ামী লীগ জামায়াতসহ ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম ৭০০৮ ও জামায়তের অধ্যাপক ইদ্রিস আলী ৬৪২৭ ভোট পেয়েছে। ৫৭৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী শেখ আজিজুল ইসলাম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৯০৮৮ জন।